সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডবের বিচারের দাবিতে খাগড়াছড়িতে ছাত্রদলের কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯:২২:৪৫

109
  • নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডবের বিচারের দাবিতে খাগড়াছড়িতে ছাত্রদলের কর্মসূচি

খাগড়াছড়ি: ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে খাগড়াছড়ি সরকারি কলেজের কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কলেজের উপাধ্যক্ষ মো. আতিকুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো. জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল  আলম অনিক, দপ্তর সম্পাদক বাপ্পী দাশ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান সহ জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী দোসরদের সন্ত্রাসীদের হাতে সংগঠিত সকল হামলা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় খাগড়াছড়িতে এ সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থী ও ভিন্নমতের শিক্ষার্থী ও জনতার সাথে ন্যাক্কারজনক আচরণ করে হামলা চালিয়েছিল তার বিচার দাবি করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন