সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

দীঘিনালায় ইউপি প্যানেল চেয়ারম্যানসহ আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯:৩২:০৯

89
  • দীঘিনালায় ইউপি প্যানেল চেয়ারম্যানসহ আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭)কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের মতবিনিময় সভা থেকে ফেরার পথে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) ও সাবেক উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭) কে দীঘিনালা বাজার থেকে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মেরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিপদের ছেলে ঘনশ্যাম ত্রিপুরা। পুলিশ সূত্রে জানা যায়, ঘনশ্যাম ত্রিপুরা’র বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  অন্যজন হলেন, থানা পাড়া এলাকার মৃত আলী আকবর এর ছেলে মো. এরশাদ (৩৭) ।

গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। এ সময় তিনি বলেন, দুজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন