সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

সরকারি আশেক মাহমুদ কলেজে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা

জামালপুর প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯:১৯:১৭

71
  • সরকারি আশেক মাহমুদ কলেজে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা

জামালপুর: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের “ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব”এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংরেজিতে বক্তৃতা প্রতিযোগিতা।

আগামীকাল  সোমবার (১০ ফেব্রুয়ারি) শুরু হয়ে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ ফ্রেব্রুয়ারি। এ উপলক্ষে প্রচারনা করেছে ক্লাবটির সদস্যরা।

ক্লাব সূত্রে জানা যায়, ইংরেজি এ বক্তৃতা প্রতিযোগিতায় সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণি থেকে মাস্টার্সে অধ্যায়নরত যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আগামীকাল কলেজের ইংরেজি বিভাগে দুপুর ১২টা থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার প্রথম রাউন্ড সবার জন্য উন্মুক্ত থাকবে।

ক্লাবের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক জোবায়ের হাসান জানান, আমাদের ক্লাব থেকে প্রথম বারের কলেজব্যাপী এমন আয়োজন হতে যাচ্ছে। আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দনুযায়ী যে কোনো টপিক নিয়ে বক্তৃতা দিতে পারবে। বক্তৃতায় বিজয়ীদের সনদপত্র সাথের অর্থ পুরস্কার দেয়া হবে।

ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. আতাউল গণি ওসমানী বলেন, আমাদের ক্লাবের কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে। এটি শিক্ষার্থীদের আরও আত্মবিশ্বাসী ও সৃজনশীল হতে সহায়তা করবে। ভবিষ্যতে আমাদের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, বানান প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম পরিচালিত হবে।

এ প্রসঙ্গে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ বলেন ‘লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানে অংশ গ্রহণের ফলে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে। বিশেষ করে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বর্তমান সময়ে একজন শিক্ষার্থী সুস্পষ্ট মেধার বিকাশে পরিপূরক ভূমিকা রাখতে সক্ষম হয়।’

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন