সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ , ১৯ জিলহজ ১৪৪৬

দেশ

তিস্তার পানিতে নেমে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

রংপুর প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬:২০:২৬

68
  • তিস্তার পানিতে নেমে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

রংপুর: ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীর পানিতে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তিস্তা পাড়ের বাসিন্দারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া মহিপুর ব্রীজ সংলগ্ন তিস্তা নদীতে গিয়ে এমন চিত্র দেখা যায়। উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় ১১টি পয়েন্টে একইসঙ্গে এই প্রতিবাদ কর্মসূচি চলছে।

সরেজমিনে দেখা যায়, তিস্তা পাড়ের সব শ্রেণি-পেশার বাসিন্দারা তিস্তার পানিতে নেমে পড়েছেন। সেই সঙ্গে উচ্চ কণ্ঠে স্লোগান দিচ্ছেন, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’। নদীর পানিতে নেমে তরুণরা স্লোগান দিচ্ছেন,  ‘তিস্তা আমার মা, ভারতের হতে দিব না’; ‘জিয়ার মতো কোদাল ধরো, তিস্তা নদী খনন কর’।

পানিতে নেমে প্রতিবাদ জানানো তরুণ মুশফিকুর রহিম বলেন, বলেন, পানিতে নেমেছি ভারতের একতরফাভাবে পানি প্রত্যাহারের প্রতিবাদ করতে। কারণ আমার জন্মের কিছুদিন পরেই বাপ দাদার পৈর্তৃক ভিটা তিস্তার ভাঙ্গনে নিঃশেষ হয়ে গেছে। আর যতটুকু আবাদের জমি আছে, সেই জমিতে ফসল হচ্ছে না পানির অভাবে। আমরা বহমান তিস্তা দেখতে চাই।এর জন্য যতদিন লাগে আমরা আমাদের এ আন্দোলন চালিয়ে যাব।

এর আগে সকালে ১১টি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নদী পাড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষ হওয়ার পরে থেকেই পানিতে নেমে প্রতিবাদ জানানোর কর্মসূচি চলমান আছে।

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়। এদিন তিস্তা নদীবেষ্টিত পাঁচটি জেলার ১১টি স্থানে একসঙ্গে অবস্থান কর্মসূচি পালিত হয়। 

বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি নদীপারের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন