মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

কুষ্টিয়ায় তামাকে ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১৬:০০:৫২

82
  • কুষ্টিয়ায় তামাকে ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামে তামাকের একটি ক্ষেত থেকে সন্দশী বালা দাসী নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সন্দশী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিন্নাহ আলী খান জানায়, শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যান সন্দশী বালা দাসী। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে তামাক ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় কৃষকরা। 

তিনি আরো বলেন, ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হয়তোবা দুল ছিনিয়ে নিতে চিনে ফেলায় এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যাকাণ্ডটি হয়েছে। তবে কে বা কারা এর সাথে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন