মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

শ্রীনগরে প্রবাস ফেরত স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১৭ মার্চ, ২০২৫, ১১:৫৯:৪৩

179
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: বিদেশে স্বামীর সাথে অন্য নারীর সর্ম্পক রয়েছে সন্দেহে স্ত্রী মাজেদা বেগম প্রথমে তার সৌদি ফেরত স্বামীর ভিসা সহ পাসর্পোট ছিড়ে ফেলে। পরর্বতীতে স্বামী পুনরায় সৌদি আরব যাওয়ার উদ্যোগ নেয়। ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি রাতে স্বামী অলিউল্লাহর সৌদি আরব যাওয়ার কথা ছিল। বিষয়টি মানতে পারেনি স্ত্রী মাজেদা বেগম। অক্রোশে ৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী মাজেদা বেগম তার স্বামী অলিউল্লাহ মোল্লাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে। পরে হাত-পা বেধে গলায় ওড়না পেচিয়ে স্বামী অলিউল্লাহকে শ্বাসরোধে হত্যা করে পরদিন সকালে নিজে থানায় এসে অত্মসর্মপন করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহর বসত ঘরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করে।

এই ঘটনায় ওইদিনই অলিউল্লাহর বড় ভাই আহসান উল্লাহ বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রবাসী অলিউল্লাহ হত্যার র্দীঘ ৮ বছর পর আজন রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক কাজী আব্দুল হান্নান এর আদালত স্ত্রী মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা র্অথদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামের নুরুখলিফার মেয়ে।

জানা গেছে, পুটিমারা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে অলিউল্লাহ আঠারো বছর সৌদি আরব প্রবাসে ছিলেন। সে মাঝে মাঝে দেশে আসতো। অলিউল্লাহ ও মাজেদা বেগমের সংসারে ৩টি সন্তান রয়েছে। মাজেদা বেগম একদিন তার স্বামীকে সৌদি আরবে ফোন করলে ওই প্রান্তে একজন নারী ফোন রিসিভ করে। এনিয়ে মাজেদা বেগমের মধ্যে সন্দেহ দানা বাধে। পরর্বতীতে অলিউল্লাহ দেশে এসে তার সারা জীবনের অর্জিত অর্থে স্ত্রীর নামে ক্রয়কৃত জমি ফেরত চাইলে মাজেদা বেগমের মনে সন্দেহ আরো জোরালো হয়। বিষয়টি নিয়ে হাঁসাড়া ইউনিয়ন পরিষদে ওই সময় সালিশ বসলেও কোনো সুরাহা হয়নি। এর জের ধরেই মাজেদা বেগম তার স্বামী অলিউল্লাহকে হত্যা করে। মামলার তদন্তকারী র্কমর্কতা ততকালীন শ্রীনগর থানার এসআই মোদ্দাসের অভিযুক্ত মাজেদা বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করেন।

মামলার বাদি আহসানুল্লাহ জানান, ৮ বছর পর আজ আদালত রায় দিয়েছেন। রায়ে আমরা বাদীপক্ষ সন্তুষ্ট।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন জানান, ২০১৭ সালে শ্রীনগর উপজেলায় সৌদি প্রবাসী ওয়ালিউল্লাহকে তার স্ত্রী মাজেদা বেগম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সচেতন করে ওরনা পেচিয়ে হত্যা করেছে। আদালত মামলা পর্যালোচনা করে সঠিক রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন