মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

শ্রীনগরে শহিদ ৩ বোনের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১৭ মার্চ, ২০২৫, ১২:৫৮:০১

136
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: ১৯৭১ সালের ৩ এপ্রিল শহিদ হন তিন বোন আসমা, নাজমা ও ফাতেমা। তিন বোনের স্মরণে পরিবারের পক্ষ থেকে রোববার (১৬ মার্চ) শ্রীনগর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহিন ৩ বোনের স্মৃতিচারণ করেন তাদের বড় ভাই স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুহম্মদ জাহাঙ্গীর খান, শিক্ষাবিদ ড. সাইদুর রহমান অপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শাহে আলম, শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সিজুয়ে কিন্টারগার্টেন ও হাইস্কুলের প্রধান শিক্ষক আ. লতিফ মিয়া, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন, মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক এ্যাডভোকেট মেহদী হাসান শাহবাৎ।

লেখক ও ব্যাংকার মুজিব রহমানের পরিচালনায় এ সময় আরো উপস্তিত ছিলেন সাংবাদিক মো. শাহজাহান খান, আব্দুর রকিব, উজ্জ্বল দত্ত, মীর রাতুল, নাজমুল খান সুজন, আজিজুল ইসলিম রণি, নাহিদ হাসান, তাইজুল ইসলাম উজ্জ্বল, মো. রাজু আহমেদ, সমাজকর্মী শাহাদাৎ হোসেন আকাশসহ অনেকে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্টিতে ৩ বোন আসমা, নাজমা ও ফাতেমার পৈতৃক বাড়ি। তার পিতা নুরুল হক কর্মসূত্রে চট্টগ্রামে থাকতেন। তিন বোনের বড় ভাই ডা. মোজাহেরল হক তখন চট্রগ্রাম মেডিক্যাল কলেজের জিএস ও শহর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাড়ি ছাড়েন। তখন পাকিস্তানী সেনারা তাদের বাড়িতে হামলা করে এক সাথে ৩ বোনকে হত্যা করে। এ হামলায় পরিবারের অন্যরা আহত হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন