মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

শেরপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি ১৭ মার্চ, ২০২৫, ১৪:৪৩:৩৮

377
  • ছবি : নিউজজি

বগুড়া: শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার রাজাপুর বিরইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাই এর ছেলে কামরুল ইসলাম শুভ ইসলাম ও একই এলাকার সোলাইমানের ছেরে হৃদয় হাসান। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুর স্কুলে নতুন ভোটার কার্যক্রমের ছবি তুলতে যায়। বাড়ি ফেরার সময় অজ্ঞাতনামা ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ২ জন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শুভ ইসলাম ও হৃদয় হাসান ঘটনাস্থালে মারা যায়। এতে মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মার্চ মাসে শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন