মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

গাজীপুরে গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ-সংঘর্ষ

নিউজজি ডেস্ক ১৮ মার্চ, ২০২৫, ১১:১৫:৩৬

56
  • ছবি : সংগৃহীত

ঢাকা: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গাড়িচাপায় সাবিনা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ করে শ্রমিকেরা। সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। 

পুলিশ ও শ্রমিকেরা জানায়, বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার নারী শ্রমিক সাবিনা আক্তার কাজে যোগ দিতে যাচ্ছিলে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। 

এ সময় বিভিন্ন যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, এক নারী শ্রমিকের মৃত্যুর জেরে অন্য শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুড়ে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। 

ইট-পাটকেলের আঘাতে পুলিশের ৬ সদস্য সদস্য আহত হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন