মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

গফরগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১

নিউজজি ডেস্ক ১৮ মার্চ, ২০২৫, ১১:১৯:৫৬

58
  • গফরগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১

ঢাকা: ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় অজ্ঞাত আরো একজন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানা এলাকার তল্লী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব তল্লী গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াসিন নামে স্থানীয় এক ব্যক্তির সাথে মেহেদি হাসান রাকিবের বালু উত্তোলন করা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জেরে সোমবার দিনগত রাত ১০টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আরো একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। তবে এখনও গুলিবিদ্ধ যুবকের নাম জানা যায়নি। ইতোমধ্যে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাবি স্থানীয় সূত্রের।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন