মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

সরাইলে মহান স্বাধীনতা দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২৬ মার্চ, ২০২৫, ১৪:৫২:২৮

211
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, সরাইল থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরাইল সরকারি কলেজ, উপজেলা প্রেসক্লাব, সরাইল প্রেসক্লাব, উপজেলা পূঁজা উদযাপন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার সকল স্কুল কলেজ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহ ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল হাসান। দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান ও একই স্থানে জাতীয় দিবস উদযাপন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদ মন্দিরে মোনাজাত ও প্রার্থনা করা হবে। হাসপাতালে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন