মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

রাণীশংকৈলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২৬ মার্চ, ২০২৫, ১৭:৩৯:১১

211
  • রাণীশংকৈলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঠাকুরগাঁও: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা ও পুলিশ প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক-সামাজিক সংগঠন পৌরসভা, প্রেসক্লাব পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি মাওলানা  রজব আলী,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম ও বিদেশি চন্দ্র রায়, থানা অফিসার ইনচার্জ  আরশেদুল হক, কৃষি অফিসার শহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। বক্তরা তাদের বক্তব্যে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন।

এই সাথে তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন