মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার

নিউজজি প্রতিবেদক ১৭ মে, ২০২৫, ১৭:২০:৩৮

97
  • ছবি : সংগৃহীত

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

প্রয়াত মেয়র হিরনের এপিএস ও জেবুন্নেছার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম বলেন, শুক্রবার গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।

জেবুন্নেসা আফরোজের স্বামীর নাম শওকত হোসেন হিরণ। তিনি বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৯ এপ্রিল হিরণ মারা যান। পরে তার নির্বাচনী আসন শূন্য হয়ে যায়। ওই আসনে আফরোজ আওয়ামী লীগের মনোয়ন পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।

নিউজজি/ এমডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন