মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

নেত্রকোনায় একদিনে ৫ জনের মৃত্যু

নিউজজি ডেস্ক ১৩ জুন, ২০২৫, ১২:৪২:৪২

58
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নেত্রকোনায় একদিনে পৃথক পৃথক ঘটনায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত এসব ঘটনার খবর পাওয়া যায়। জেলার কেন্দুয়া, খালিয়াজুরী ও পূর্বধলা এ তিন উপজেলায় দুজন সড়ক দুর্ঘটনায়, দুইজন পানিতে ডুবে ও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশু মাহাদি নিহত হয়েছে।

একই উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মতির মোড়ে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসাইন নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। একই উপজেলার মাসকা এলাকায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাসচাপায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম মিন্টু নামের সোয়েটার ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, খালিয়াজুড়ী উপজেলায় মেন্দিপুর গ্রামে ফ্রিজে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাকি তালুকদার নামে এ কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অপরদিকে পুর্বধলা উপজেলার জটিয়াবর গ্রামে সন্ধ্যায় পুকুরে ডুবে ইয়াছিন শেখ নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সবগুলো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন প্রকার অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। তবে প্রত্যেকটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মারা যাওয়ার খবর পেয়েছি তবে পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন