মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

৩০০ লিটার মদসহ গ্রেপ্তার ২

নিউজজি ডেস্ক ১৩ জুন, ২০২৫, ১৩:০১:০৩

65
  • সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে  প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০০ লিটার চোলাই মদসহ ২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঝাড়গোয়া  দিঘির পূর্ব পাড়ে মদ বিক্রির সময় ৬ নম্বর ওয়ার্ডের ফটিক চাঁদ বাড়ির মো.এখলাছুর রহমানের ছেলে মো. রিফাত এবং ১ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর নুর খালেক সওদাগর বাড়ির ওবাইদুল হকের ছেলে মো. হানিফকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। 

বোয়ালখালীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তার হওয়া দুই তরুণের বিরুদ্ধে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে চোলাই মদ রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন