মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

রাজধানীতে ফিরছে মানুষ, ঢাকাও ছাড়ছেন অনেকে

নিউজজি ডেস্ক ১৩ জুন, ২০২৫, ১৩:০৭:২৩

79
  • ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে হচ্ছে আগামীকাল শনিবার (১৪ জুন) পথে। আগামী রোববার (১৫ জুন) থেকে সরকারি ও বেসরকারি অফিস-আদালত খুলবে। তাই ঈদের আমেজ না কাটতেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। আবার অনেকে এখনই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকার বাইরে যাচ্ছেন। ফলে রাজধানীতে বাস চলাচলের দুইদিকেই যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনাল ও আমিনবাজার এলাকায় ঘুরে দেখা যায়, যাত্রীদের চাপ কিছুটা কমলেও নিয়মিতভাবে বাস চলাচল করছে। বেশ কিছু বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকলেও অর্ধেকের বেশি সিট পূর্ণ হয়ে যাচ্ছে।

গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের এক কাউন্টার মাস্টার জানান, “ভোরবেলার বাসগুলোতে যাত্রীর চাপ বেশি থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে আসে। তবে সন্ধ্যার পর আবার চাপ বাড়ে।”

একইভাবে শ্যামলী এন. আর. ট্রাভেলসের একটি হুন্ডাই এসি বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছাড়ার সময় দেখা যায়, মাত্র ১২ জন যাত্রী রয়েছে। হেলপার বলেন, “আরও যাত্রী পথে উঠবে। ঢাকায় ফেরার সময় পুরো বাসই ভর্তি থাকে, তবে ঢাকার বাইরে যেতে কিছু সিট খালি থাকে।”

বাসের যাত্রী জানান, “আমি কেয়ারটেকারের কাজ করি। ঈদের সময় বাসায় পাহারা দেওয়ার দায়িত্ব ছিল, মালিক ছুটি দেয়নি। এখন সুযোগ হয়েছে, তাই পরিবারকে সময় দিতে গ্রামে যাচ্ছি।”

এদিকে আমিনবাজার সেতু পার হয়ে দেখা যায়, ঢাকামুখী বিভিন্ন জেলার বাসগুলো প্রবেশ করছে। বাসগুলো বিভিন্ন স্টপেজে যাত্রী নামালেও বেশিরভাগ যাত্রীই নামছে আমিনবাজার ও গাবতলী এলাকায়।

দিনাজপুর থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস চালক জানান, “গতকাল রাতেই দিনাজপুর থেকে রওনা দিয়ে এখন ঢাকায় এসেছি। গাড়ি ছিল যাত্রীভর্তি। পথে আশুলিয়া, সাভারসহ বিভিন্ন স্থানে যাত্রী নামিয়ে শেষ গন্তব্য গাবতলী।”

বাসযাত্রী নীরব হাসান বলেন, “আসার পথে কোনো যানজট হয়নি। রাস্তা ছিল ফাঁকা। দূরের পথ হলেও সময়মতো পৌঁছেছি।”

এদিকে যাত্রীরা অভিযোগ করছেন, গণপরিবহন ভাড়া আদায় করা হচ্ছে বেশি। তাই অনেকে ট্রাক, পিকআপ বা মোটরসাইকেল ভাড়ায় করেই ফিরছেন কর্মস্থলে।

অন্যদিকে শুক্রবার (১৩ জুন) ভোররাত থেকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো।

পরিবারের সদস্যদের নিয়ে কর্মস্থলে ফিরেছেন দক্ষিণঞ্চলের মানুষেরা। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে দারুণ সময় কাটানোর কথা জানান অনেকে। ছুটির এই সময়টা কাজে যোগ দেয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাচ্ছে বলেও জানান ঢাকায় ফেরত আসা যাত্রীরা।

এদিকে সদরঘাটে নেমে বাসায় ফিরতে গিয়ে বিপাকে পড়েন অনেকে। সিএনজি, অটোরিকশাসহ গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া দাবির অভিযোগ করেন তারা।

উল্লেখ্য সরকারি ছুটি শেষ হচ্ছে আগামীকাল ১৪ জুন। ফলে রাজধানীতে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ১৫ জুন (শনিবার) থেকে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ কর্মদিবস। ঈদের পর ঢাকায় ফিরে কর্মস্থলে ফেরার এই ঢল কিছুটা ধীরগতি হলেও শৃঙ্খলাপূর্ণ এবং স্বস্তিদায়কভাবে এগিয়ে চলছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন