মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

লক্ষ্মীপুরে খিচুড়ি গলায় আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি ১৩ জুন, ২০২৫, ১৪:০৩:০৫

234
  • ছবি: নিউজজি

লক্ষ্মীপুর: উপজেলায় খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে অরি দাস নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নানার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

অরি দাস ফেনী জেলার বাসিন্দা কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির একমাত্র সন্তান। ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

প্রতিবেশী স্বর্ণা দাস জানান, দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবারটি গলায় আটকে যায়। পরে দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অরির এমন মৃত্যুতে পুরো পরিবারই বাকরুদ্ধ।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, খাবারটি শ্বাসনালিতে আটকে গিয়েছিল, যা শিশুর মৃত্যু ঘটায়। শিশুদের খাওয়ানোর সময় খুব ধীরে ও সতর্কতার সঙ্গে খাওয়ানো উচিত। যেকোনও তাড়াহুড়ো বিপজ্জনক হতে পারে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন