মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিউজজি ডেস্ক ১৩ জুন, ২০২৫, ১৫:৪৯:১৭

90
  • মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা: মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.রাজীব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রাজীব ওই এলাকার দেলোয়ার শিকদারের ছেলে।

জানা গেছে, রাজীব তাদের পাশে নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিল। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে কাজ করতে থাকলে হঠাৎ বিদ্যুতের একটি তার হাতে লেগে সে  বিদ্যুতায়িত হয়ে পরেন এবং গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।

মৃতের নানা মান্নান শিকদার বলেন,আমার বাড়ির একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিল রাজীব। এ সময় বিদ্যুতের তার হাতে লেগেছিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। -বাসস

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন