মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজজি ডেস্ক ১৩ জুন, ২০২৫, ১৬:৩৯:০২

74
  • সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হেডপাড়া এলাকায় কালু মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্তরা হলেন-মিনার বেগম, মরিয়ম বেগম, আবুল কালাম বাবুল, নুরুল আলম, রেহানা বেগম, মনির উদ্দিন, নুর মোহাম্মদ, রোজিনা বেগম, রহিমা বেগম, মো. শাকিল, নুরুল ও কহিনুর।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর বলেন, ঘটনার খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এর আগেই ঘরবাড়ি ও মালামালসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। 

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন