মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ১৫ জুন, ২০২৫, ১৬:৪০:১৯

159
  • ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শারাবানু বেগম (৪৫ ) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলার সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই নারী বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আবুল কাশেম স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে শারাবানু বেগম সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থলবন্দর থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে মারাত্মক যখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ফরবাড়ীতে পৌঁছলে তিনি মৃত্যু বরণ করেন। খবর পেয়ে  ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন