মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

অভিযানে ইয়াবা-রাইফেলসহ ধরা পড়লেন রিফাত আমিনের ছেলে

সাতক্ষীরা প্রতিনিধি ১৫ জুন, ২০২৫, ১৬:৪৮:২৬

140
  • অভিযানে ইয়াবা-রাইফেলসহ ধরা পড়লেন রিফাত আমিনের ছেলে

সাতক্ষীরা: সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

রুমনের বাড়ি তল্লাশি করে তিন শতাধিক ইয়াবা ট্যাবলেট, একটি রাইফেল, একটি তলোয়ার, মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়। অভিযানের শুরুতেই রুমন দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

রুমন আশাশুনির কাদাকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত স.ম. রুহুল আমিন ও রিফাত আমিন দম্পতির সন্তান। রিফাত আমিন বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন