মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

রাজধানীর হাজারীবাগে বাবার হাতে ছেলে খুন

নিউজজি ডেস্ক ১৫ জুন, ২০২৫, ১৮:০২:২৩

79
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জেরে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে রাহাবুল ইসলাম রাসেল খুন হয়েছে। নিহতের পরিবারের এ অভিযোগ করেছে। শনিবার (১৪ জুন) রাত পৌনে ১১টার দিকে ঝাউচরের আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টায় মৃত্যু ঘোষণা করেন।

নিহত রাহাবুল হোটেলে কাজ করতো। তার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।

রাহাবুলের মামা হুমায়ুন কবির জানান, রাত পৌনে ১১টার দিকে ঘাতক জুয়েল রানা নিজে তাদের ফোনকল দিয়ে জানায়, সে তার নিজের ছেলে রাহাবুল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তার অবস্থা মুমূর্ষু তাকে হাসপাতালে নিয়ে যেতে। পরবর্তীতে স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় রাহাবুলকে দেখতে পেয়ে ওই বাসা থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডি্ক্যালে নিলে রাত সাড়ে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুমায়ুন কবির আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে মেঝ রাহাবুল। তার বড় ভাই পশু চিকিৎসক এবং ছোট ভাই মাদ্রাসার ছাত্র। তারা দুইজন গ্রামের বাড়িতে থাকে। রাহাবুল আর তার বাবা জুয়েল ঝাউচারের ওই বাসার নিচতলায় ভাড়া থাকেন। আর রাসেলের মা শাহনাজ জর্ডান প্রবাসী। হাজারীবাগের বাজারে একটি হোটেলের কারিগর রাসেল আর তার বাবা রায়েরবাজার এলাকায় একটি হোটেলে কাজ করে।

সম্প্রতি রাসেলকেও দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তার মা। তবে ছেলের বদলে জুয়েল রানা নিজে প্রবাসে যেতে চাচ্ছিল। তাকে নেয়ার ব্যবস্থা না করলে সে পরিবারে অশান্তি করবে এবং আরেকটি বিয়ে করে চলে যাবে বলে প্রায়ই বলত। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল কিছু দিন। এর জেরেই শনিবার রাতে জুয়েল তার ছেলেকে কুপিয়ে মেরে ফেলেছে বলে ধারণা পরিবারের।

চিকিৎসকে বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তারা আইনি ব্যবস্থা নিচ্ছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন