মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

দেশ

তাড়াশে পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত ২

তাড়াশ সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি ১৫ জুন, ২০২৫, ১৯:০০:০৫

68
  • তাড়াশে পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলা, আহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ২ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের সাহেব বাজারে। আহত ব্যক্তিরা হলেন, মো. নজরুল ইসলাম (৫০), পিতা পরশ উল্লাহ মো. আবু তালেব (৫২), পিতা মৃত চাঁদ আলী উভয়ই তালম আদার পাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালম আদার পাড়া অবস্থিত নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের আওতায় নাগার পুকুর রয়েছে। সেই পুকুরকে কেন্দ্র ক‌রে বি‌রোধ চ‌লে আস‌ছিল।

গত শনিবার (১৪ জুন) সকাল ৮ টার দি‌কে নজরুল ইসলাম ও আবু তালেব তালম সাহেব বাজারে চা পান কর‌ছিল এ সময় বিদ্যুৎ সরকার পিতা মৃত বরাত আলী সরকার, মো. আমিরুল ইসলাম পিতা মৃত হায়তুল্লাহ প্রাং, মোবারক হোসেন পিতা মৃত তমছের আলী, মোহাম্মদ আলী পিতা তোকাব্বর হোসেন BSC, গোলাম রব্বানী পিতা তোকাব্বর হোসেন BSC, মাহবুব পিতা নওশের আলী, বুলবুল পিতা ছবের আলী, ফরিদুল পিতা আব্দুল ছাত্তার আলী, বুলবুল পিতা বরাত আলী সরকার,  আব্দুল লতিফ পিতা মৃত তজব আলী ও তা‌দের ক্যাডার বাহিনী দেশীয় অ‌স্ত্রে স‌জ্জিত হ‌য়ে নজরুল ইসলাম এবং আবু তালেব এর উপর হামলা করে। এ হামলায় নজরুল ইসলাম এবং আবু তালেব গুরুতর আহত হন। প্রথ‌মে তা‌দের‌কে তাড়াশ উপ‌জেলা হাসপাতা‌লে আনা হ‌লে অবস্থা গুরুতর হওয়ায় তা‌দের‌কে সিরাজগঞ্জ জেনারল হাসপাতা‌লে পাঠা‌নো হয়।

পরবর্তী‌তে রা‌তে অবস্থার অবন‌তি হ‌লে তা‌দের‌কে বগুড়া জিয়া মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে স্থানান্তর করা হয়। আহত নজরুল ইসলা‌মের ভাই রবিউল ইসলাম ব‌লেন, তারা পুর্বপরিকল্পিত ও অন্যায়ভাবে অতর্কিতে হামলা চালিয়েছে। মূল‌ত হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়। নজরুল ইসলাম এবং আবু তালেব এখন জীবন মৃত্যুর সন্ধিখনে। এ বিষ‌য়ে বক্তব‌্য নেয়ার জন‌্য অ‌ভিযুক্ত একা‌ধিক ব‌্যক্তির সা‌থে মু‌ঠো ফো‌নে যোগা‌যোগ করার চেস্টা করা হ‌লেও তারা সাড়া দেন‌নি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত রুগীরা চি‌কিৎসা নি‌চ্ছে, চি‌কিৎসা শে‌ষে থানায় লিখিত অভি‌যোগ কর‌লে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন