মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

দেশ

হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব : হামলা, ককটেল বিস্ফোরণ

রাজশাহী প্রতিনিধি ৯ অক্টোবর, ২০২৫, ১৯:৫৪:২৫

107
  • হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব : হামলা, ককটেল বিস্ফোরণ

রাজশাহী: রাজশাহী মহানগরীর প্রায় ১২৫টি পরিবারের ৬০০ জনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হরিজন পল্লীতে একই নামের দুই ব্যাক্তি ২টি আলাদা অভিযোগ করেন। স্ত্রীসহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার পরিছন্নতা কর্মী ,শ্রী জনি কুমার। এদিকে গত শনিবার (৪ অক্টোবর) পল্লীতে হরিজন পরিবারের কন্যাকে উত্ত্যক্ত, এসিড নিক্ষেপ, প্রাণনাশের হুমকি ও বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন আরেক শ্রী জনি কুমার। তিনি ভুক্তভোগী রিমিতা রায়ের পিতা।

বুধবার (৮ অবক্টোবর) সকালে রাবির সিনেট ভবন সংলগ্ন সাবাস বাংলাদেশ মাঠে ১ (এক) লক্ষ টাকা চাঁদা দিতে অস্বিকার করলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে নগরীর মতিহার থানায় এবং রাবির প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন পরিছন্নতা কর্মী জনি কুমার।

ভুক্তভোগী পরিছন্নতা কর্মী শ্রী জনি কুমার বলেন, আমার কর্মস্থল থেকে সন্ত্রাসী পায়েলের নির্দেশে ফরহাদ ও বাদল নামে দুইজন ব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন সাবাস বাংলাদেশ মাঠে ডেকে নিয়ে গিয়ে ১ (এক) লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বিকার করলে সন্ত্রাসী মিলে আমাকে কোন কথা ছাড়াই এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারতে থাকে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এমতাবস্থায় আমার স্ত্রী রাখি এবং আমার ভাতিজা জয়দেব দুজন মিলে আমাকে বাঁচাতে গেলে তাদেরকেও চর, থাপ্পর, কিল, লাথি মেরে মাটিয়ে লুটিয়ে ফেলে। আমি নিজেকে ও তাদেরকে বাঁচানোর চেষ্টা করি এবং তাদের কাছে ক্ষমা চাই। আমার পরিবারকে ছেড়ে দিতে বলি কিন্তু তারা আমার কোনো কথা না শুনে তাদেরকে জিম্মিকরে আমার নিকট হতে চাঁদার টাকা দাবি করে বলেও জানান তিনি।

ভুক্তভোগী আরেক পিতা শ্রী জনি কুমারের ১৭ বছর বয়সী কন্যা রিমিতা রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী রবিউল ইসলাম আশিক (২২) দীর্ঘদিন ধরে ঐ স্কুলছাত্রীকে রাস্তায় উত্যক্ত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই ছাত্রীর মুখে এসিড মারার হুমকিও দেন আশিক। এদিকে গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে তাদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় জনি কুমার ও তার পরিবার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছিলেন।

এদিকে রাজশাহী হরিজন পল্লীতে তাদের বর্তমান পরিস্থিতি, ঐক্য, নিরাপত্তা, সহযোগিতা ও সুসম্পর্ক প্রতিষ্ঠা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে নগরীর বুধপাড়ায় হরিজন পল্লীতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। সভায় বিশিষ্ট ব্যবসায়ী নাজমুস সাকিব নাঈম, রমজান আলী, হরিজন পল্লীর দুর্গা হেলা, মানিস হেলা, রাখি রানী, সঞ্জীব, বিমল, চান্দা, রানী, সুজন সরকার, শ্রী রিপন কুমারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, হরিজন পল্লীতে বারবার হামরার শিকার হচ্ছে। সেটাকে রাজনৈতিক বানিয়ে জামাত-শিবিরের উপর দোষ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়। রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হরিজনদের সন্ত্রাসী হামলা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, বিষয়গলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান জানান, পূর্বের কিছু লেনদেনের কারণে স্থানীয়দের সাথে ঝামেলাটা হয়েছে। তবে রাবির ভেতরে আমাদের অফিসিয়াল স্টাফকে অফিস থেকে ডেকে নিয়ে গিয়ে মারা ঠিক হয়নি। ভুক্তভোগী চাইলে রাবি প্রশাসন আইনী সহযোগিতা করবে বলেও জানান তিনি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন