নিউজজি ডেস্ক ৩০ নভেম্বর, ২০২০, ১৩:৪৪:২১
কাহালুতে বাসের ধাক্কায় অটোভ্যান চালক নিহত
ঢাকা: বগুড়া কাহালুতে বাসের ধাক্কায় আব্দুল হমিদ নামে অটোভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় নবীর বিশ্বাস নামে ভ্যানের এক আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বারো মাইল এলাকার আজাদ পেপার মিলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হমিদ কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামের মৃত মনির হোসেন ওরফে মনুর ছেলে। আহত নবীর বিশ্বাস পাবনা জেলার সাথিয়া উপজেলার পাইকড়হাটি গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকালে নবীর কাহালু থেকে হামিদের অটোভ্যানে করে এ্যালুমুনিয়াম পাতিল নিয়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে দুপচাঁচীয়া উপজেলার দিকে যাচ্ছিলে। সকাল সাড়ে ৮টার দিকে উল্লেখিত বারোমাইল এলাকায় পৌঁছা মাত্রই বগুড়াগামী অজ্ঞনামা একটি চলন্ত যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান চালক আব্দুল হামিদ ভ্যান থেকে ছিট্কে রাস্তার উপর পরে ঘটনাস্থলে মারা যায় এবং পাতিল ব্যবসায়ী নবীর গুরুত্বর আহত হয়। পরে আহত নবীরকে পার্শ্ববর্তী দুপচাঁচীয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পরপরই অজ্ঞনামা বাসটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
কাহালু থানার এসআই খোকন চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজজি/এসএম