নিউজজি প্রতিবেদক ২ ডিসেম্বর, ২০২০, ০৮:২২:৪১
মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরী হত্যা মামলার রায় আজ
ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরী হত্যা মামলার রায় আজ। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন। এর আগে দু'বার রায় ঘোষণার তারিখ পরিবর্তন করে রায়ের দিন ধার্য করে আদালত।
এর আগে ২০১৫ সালের ২রা জুলাই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার তদন্ত শেষে আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। আট আসামীর মধ্যে তিনজন কারাগারে। অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে।
২০১৩ সালের ১০ই ডিসেম্বর মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরী নিখোঁজের পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার পোড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে তার লাশ শনাক্ত করেন ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী।