নিউজজি প্রতিবেদক ১৩ জানুয়ারি, ২০২১, ২০:৩৬:০১
ছবি: ফাইল
ঢাকা: প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভারে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আমলে নেয়ার মতো বড় ধরনের কোনো অভিযোগ পাননি বলেও জানান সিইসি। তিনি জানান, নির্বাচন কমিশন সব সময়ই নিরপেক্ষ। এ সময় বিএনপিকে কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
নিউজজি/জেডকে