শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১৩ জানুয়ারি, ২০২১, ২১:০৬:১৬
ছবি : নিউজজি
মুন্সিগঞ্জ: শ্রীনগরে ইজিবাইকের চাকার সাথে ওরনা প্যাচিয়ে ডালিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কের আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁওয়ের নন্দিপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত ডালিয়া বেগম উপজেলার পাটাভোগ এলাকার দেলোয়ার হোসেনের কন্যা ও একই উপজেলার তন্তর এলাকার সোন্ধারদিয়া গ্রামের জালাল খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, ডালিয়া বেগম পাটাভোগ তার বাবার বাড়ি থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইকে করে সোন্ধারদিয়া তার স্বামীর বাড়িতে যাচ্ছিল। পথে ইজিবাইকের চাকায় ওরনা প্যাচিয়ে গেলে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপরে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ময়নাতদন্তের জন্য রাজি না থাকায় আবেদনের পরিপেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজজি/এসএম