বেলকুচি প্রতিনিধি ১৬ জানুয়ারি, ২০২১, ২১:১১:০৮
ছবি : নিউজজি
সিরাজগঞ্জ: বেলকুচি পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা। শনিবার (১৬ জানুয়ারি) উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় ।
২৬টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক।
বিজয়ী সাজ্জাদুল হক রেজা (নারিকেল গাছ) প্রতীক ১৮ হাজার ৩ শত ৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেগম আশানুর বিশ্বাস (নৌকা) প্রতীক ১২ হাজার ৭শত ৮৪ ভোট পেয়েছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রমানিক (ধানের শীষ) প্রতীক ৩ হাজার ৮ শত ২২ ভোট পেয়েছেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিউজজি/আইএইচ