নারায়ণগঞ্জ প্রতিনিধি ২৪ জানুয়ারি, ২০২১, ২০:৫৫:১৯
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে ৯০২টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাহাজুল ইসলাম ওরফে সাজু, কবির হোসেন, রোমান মোল্লা, মো. রাসেল গাজী ওরফে মিঠু, হাবিবুর রহমান, মো. রাজু আহম্মেদ, নবীর হোসেন, মো. শাহীন, মো. জয়নাল আবেদীন ও মো. হাবিব উল্লা সোহাগ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চোরাই মোবাইল বিক্রি করছেন তারা। এ ঘটনায় সোনারগাঁও থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিউজজি/ওআই