নিউজজি ডেস্ক ২৪ জানুয়ারি, ২০২১, ২১:৩৫:০৭
ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত
ঢাকা: বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন- শামীম হোসেন ও ফারাইজুল ইসলাম। রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন উপজেলার ফকিরপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ও ফারাইজুল ইসলাম পূর্ব কান্তনগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তারা কান্তনগর বাজার এলাকার ইটভাটার শ্রমিক।
এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটা এলাকায় বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলে ধাক্কা লেগে শামীম, ফারাইজুল ও ওয়াসিম আহত হয়।
পুলিশ জানায়, শামীম হোসেন, ফারাইজুল ইসলাম ও ওয়াসিম কান্তনগর এলাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। রোববার বিকেল ৫টার দিকে কাজ শেষে ইটভাটা থেকে শামীম, ওয়াসিম ও ফারাইজুল একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খোকটাহাটা ইটভাটা এলাকায় সামনের দিক থেকে আসা বালুবাহী ট্রাকের ধাক্কায় শামীম, ওয়াসিম ও ফারাইজুল আহত হয়। এদের মধ্যে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম ও ফারাইজুল মারা যায়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজজি/এসএম