নিউজজি ডেস্ক ২৭ জানুয়ারি, ২০২১, ২০:০৬:০০
ছবি : সংগৃহীত
ঢাকা: কক্সবাজার জেলা সদর হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ধবার (২৭ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালে স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গীয়াস জানান, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন হাসপাতালের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে থাকা রোগী ও তাদের আত্মীয় স্বজনদের মাঝে। এ সময় দৌড়াদৌড়ি করে হাসপাতাল থেকে দ্রুত নামতে গিয়ে ৫০ জন আহত হয়।
এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে। তবে এখনও চতুর্থ তলায় অনেক রোগী আটকা পড়ে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। চতুর্থ তলায় আটকা পড়াদের উদ্ধার করতে ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা বলে জানান তিনি।
নিউজজি/এসএম