নিউজজি ডেস্ক ২৭ জানুয়ারি, ২০২১, ২০:৩২:০২
কালিহাতীতে ট্রাকচাপায় কিশোর নিহত, ট্রাকে আগুন
ঢাকা: টাঙ্গাইলে কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মো. মাহি। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। নিহত মাহি উপজেলার সাতুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
কালিহাতী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার মঞ্জুরুল ইসলাম জানান, সন্ধ্যায় মাহি তার ভাইয়ের সাথে মোটরসাইকেলযোগে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মাহির মৃত্যু হয়। এতে আহত হয় মাহির ভাই। তার নাম জানা যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায় এবং মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।
নিউজজি/এসএম