নিউজজি ডেস্ক ২৮ জানুয়ারি, ২০২১, ১৯:৩১:২৫
সংগৃহীত
ঢাকা: গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা ধ্বংস করে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার পুখুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইটভাটার চিমনী, ক্লিন ভেঙ্গে দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়।
ধ্বংস করা ইটভাটাগুলো হলো- মধুমতি ব্রিক্স, সিরাজ ব্রিক্স, এমবিআই ব্রিক্স, এসএমবি ব্রিক্স, কেএসপি ব্রিক্স ও স্টার ব্রিক্স।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মানোয়ার হোসেন বলেন, সদর উপজেলার পুখুরিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ ইটভাটা রয়েছে। তাদেরকে বার বার সতর্ক করার পরেও বিধি সম্মতভাবে ইটভাটা পরিচালনা করেনি তারা। বৃহস্পতিবার ছয়টি ইটভাটা ভেঙে দেয়া হয়। প্রত্যেক ভাটায় এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
নিউজজি/আইএইচ