নিউজজি ডেস্ক ২৮ জানুয়ারি, ২০২১, ১৯:৫৬:১৬
সংগৃহীত
ঢাকা: সিলেটে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটের শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়। রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার ওলাসার গ্রামের আবদুল হামিদ চোধুরীর স্ত্রী।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে র্যাবের একটি দল সিলেট নগরের শাহজালাল উপশহরে অভিযান চালায়। এ সময় ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকসানা আক্তারকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাকে শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করে র্যাব।
নিউজজি/আইএইচ