লালমনিরহাট প্রতিনিধি: ২৮ জানুয়ারি, ২০২১, ২১:২২:০৭
ছবি : নিউজজি
লালমনিরহাট: হাতীবান্ধায় ভারত থেকে চোরাই পথে আসা ১০ টি গরু আটক করেছে পুলিশ ও বিজিবি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ওই গরু আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টহল দল।
জানা যায়, ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়-দইখাওয়া সড়কের হাকিমের চাতাল এলাকায় অভিযান চালিয়ে হাতীবান্ধা থানা পুলিশ সাতটি ভারতীয় গরু আটক করেন। এর আগে ভোর রাতে ওই উপজেলার দইখাওয়া বিজিবি ক্যাম্পের টহল দল আরো তিনটি ভারতীয় গরু আটক করেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ভারতীয় সাতটি গরু আটক করা হয়। গরুর মালিক বৈধ কাগজ দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজজি/আইএইচ