খাগড়াছড়ি প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১৭:১৫:১৪
রামগড়ে মাটি চাপা পড়ে নিহত ১
খাগড়াছড়ি: রামগড়ে মাটি চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রামগড়ের পৌর শহরের সাপ্রুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
জানা যায়, সকালে মিজানুর সাপ্রুপাড়া নামক এলাকায় নিজের একটি টিলা শ্রমিক দিয়ে কেটে সমান করছিলেন। এ সময় টিলার উপরের অংশ ধসে তিনি মাটির নিচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজজি/এসএম