নোয়াখালী প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১৯:১৪:৩৬
সেনবাগে বাসচাপায় অটোরিকশা চালক নিহত
নোয়াখালী: সেনবাগে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম মো. মহি উদ্দিন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী সড়কের তিনপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত নগরের মৃত শেখ আহাম্মদের ছেলে।
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, গ্যাসের জন্য অটোরিকশা নিয়ে দাগনভূঞা থেকে সেনবাগের দিকে যাচ্ছিলে মহি উদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘মা-বাবার দোয়া’ পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মহি উদ্দিন মারা যায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিউজজি/এসএম