মাদারীপুর প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১৫:৫৮:৪৪
ছবি : নিউজজি
মাদারীপুর: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে আমরা আনন্দিত ও গর্বিত। এই আনন্দে ও গর্বে মাদারীপুরে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বাংলার দর্পন ছবির আজকে মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউস মিলনায়তনে এই বাংলা ছবির মহরত আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
বাংলার দর্পন ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন খ.ম. খুরশীদ এবং প্রযোজনা এ-ওয়ান টেলিমিডিয়া। ছবিটি পরিবেশনা করছেন মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা আমরা মানবতার গান গাই।
মহরত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক রেবতী মোহন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুশ বাশার, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার, সদর আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, কলাকুশলীস অনেকেই।
নিউজজি/এসএম