উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ২ মার্চ, ২০২১, ১৯:০৫:১৩
ছবি : নিউজজি
কক্সবাজার: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চম দফায় ভাসানচরের পথে ৪০ বাসে ২ হাজার ২৫৯ রোহিঙ্গা চট্রগ্রামের পথে রওনা দিয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ২০টি বাসে ১ হাজার ৭৩ পরে বিকেলে আরো ২০টি বাসে ১ হাজার ১৮৬ সহ মোট ২ হাজার ২৫৯ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নিয়ে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে চট্রগ্রামের পথে রওনা হয়। এ সময় তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দুইটি বাস, দুইটি এ্যম্বুলেন্স, ছয়টি প্রটেকশন গাড়ি এবং ১১টি কার্গোভ্যান যেতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, রাতে তারা চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানিজট ক্যাম্পে পৌঁছাবেন। সেখান থেকে পরের দিন নৌবাহিনীর ব্যবস্থাপনায় তাদের ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সোমবার ও মঙ্গলবার উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মিনিবাসে করে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। সেখানে তাদের খাবার দিয়ে বাসে উঠার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এদিকে, এই দফায় বুধবার আরো দুই হাজার রোহিঙ্গা ভাসানচরের পথে উখিয়া ছাড়বে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা বলেন, কয়েক ধাপে এখন পর্যন্ত ১০ হাজারের মতো রোহিঙ্গা ভাসানচরে গেছেন। তারা সেখানে এই শিবিরগুলোর চেয়ে অনেক ভাল পরিবেশে রয়েছে। এটি সরকারের একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে এক লাখ রোহিঙ্গাকে নেয়া হবে ভাসানচরে।
উল্লেখ্য, এই প্রক্রিয়ার শুরুতে গত ৪ ও ২৯ ডিসেম্বর ৩ হাজার ৪৪৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এরপর ২৯ জানুয়ারি তৃতীয় ধাপের প্রথম অংশে ১ হাজার ৭৭৮ জন এবং ৩০ জানুয়ারি দ্বিতীয় অংশে ১ হাজার ৪৬৩ জনকে ভাসানচরে নেয়া হয় এবং চতুর্থ দফায় দুই দলে ৩ হাজার ২০ জন পৌঁছান সেখানে। বর্তমানে ৯ হাজার ৭০৭ জন রোহিঙ্গা ভাসানচরে বসবাস শুরু করেছে। এছাড়া এরও আগে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গত বছরের মে মাসে ভাসানচর নেয়া হয়।
নিউজজি/এসএম