নিউজজি ডেস্ক ২ মার্চ, ২০২১, ১৯:২৯:৫৪
দুদক কর্মকর্তার ‘ঘুষ দাবির’ অডিও-ভিডিও হাই কোর্টে তলব
ঢাকা: দুর্নীতি দমন কমিশন-দুদকের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষের দাবির অভিযোগে ধারণ করা অডিও এবং ভিডিও ক্লিপ তলব করেছেন হাই কোর্ট। আগামী ৭ মার্চ ওই অডিও এবং ভিডিও মামলার বাদিকে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
মঙ্গলবার (২ মার্চ) রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) হাই কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি।
নিউজজি/টিবিএফ