নারায়ণগঞ্জ প্রতিনিধি ৩ মার্চ, ২০২১, ১৫:২৪:৩৭
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ: ফতুল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে ফতুল্লা লঞ্চঘাটের কাছে টিনের তৈরি দোকানঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মণ্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস তদন্ত করছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজজি/এসএম