নিউজজি প্রতিবেদক ৩ মার্চ, ২০২১, ১৬:০০:০২
ছবি: ফাইল
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৮ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।
গতকালও ৭ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে ৫১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বুধবার (৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮ টি, জিন-এক্সপার্ট ২৯ টি, র্যাপিড অ্যান্টিজেন ৭০ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৪৫৮ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪১৪ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৮৯ হাজার ৬২৭ টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার তিন দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও চট্টগ্রাম বিভাগে দুজন রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন। পাঁচজনেই ৬০ ঊর্ধ্বে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৭০০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯১ হাজার ৬৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন নয় হাজার ৬৩৬ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।
নিউজজি/জেডকে