নিউজজি ডেস্ক ৩ মার্চ, ২০২১, ২০:১৩:৪৯
সিলেটে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
ঢাকা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী লাকি বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ নিহত নারীর স্বামী দানা মিয়াকে আটক করেছে। তিনি ওই গ্রামের সোনা মিয়ার ছেলে।
পারবারিক সূত্র জানায়, দানা ও লাকি দম্পতির দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার একপর্যায়ে বুধবার দুপুর একটার দিকে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে উপর্যপুরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই লাকি মারা যায়। পরে বাড়ি থেকে ছুরিসহ দানা মিয়াকে আটক করা হয়।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে দানা মিয়ার ছুরিকাঘাতে তার স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় দানা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
নিউজজি/এসএম