নিউজজি ডেস্ক ৩ মার্চ, ২০২১, ২১:০৩:০০
ফাইল ছবি
ঢাকা: ময়মনসিংহের ভালুকায় প্রোভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শিশু রাহিত, তার মা শ্রীমতি রুলী ও প্রোভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসান। বুধবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বগার-বাজার প্রোভিটা গ্রুপে এ ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বগার-বাজার প্রোভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে খেলতে খেলতে শিশু রাহিত পড়ে যায়। পরে শিশুকে বাঁচাতে ট্যাংকে ঝাপ দেন তার মা শ্রীমতি রুলী। এ সময় তাদের দুইজনকে বাঁচাতে প্রোভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসানও সেপটিক ট্যাংকে ঝাপ দেন।
নিউজজি/এসএম