নিউজজি ডেস্ক ৪ মার্চ, ২০২১, ১৯:২৮:২৫
সীতাকুণ্ডে প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৮ জন আহত
ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রয়েল গেইট এলাকায় প্রাইভেটকার উল্টে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে দ্রুতগামী প্রাইভেটকারটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারের ভিতর থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মিরা। আহতরা লেন- আবুল হোসেন, তাসলিমা, জাহিদ, রায়হান, ইমতিয়াজ, তাহসিন, লামিয়া এবং এরফান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে একটি প্রাইভেটকার কক্সবাজার যাওয়ার পথে সীতাকুন্ড এলাকায় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়েছে।
আহতরা সবাই পরস্পর আত্মীয় বলে জানা গেছে। তারা সবাই কক্সবাজারে ছুটি কাটাতে যাচ্ছিলেন। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে।
নিউজজি/এসএম