নিউজজি ডেস্ক ৪ মার্চ, ২০২১, ২০:৩৮:৪৯
রাঙামাটিতে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা: রাঙামাটির লংগদু উপজেলায় নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে লংগদুর মাইনীমুখ আর্মিক্যাম্প কোয়ার্টারের পাশে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়। তার পরনে ছিল সবুজ চেক শার্ট ও কালো জিন্স প্যান্ট। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে জানা যাবে মৃত্যু কারণ।
নিউজজি/এসএম