নিউজজি ডেস্ক ৪ মার্চ, ২০২১, ২১:০০:১২
শ্রীপুরে আগুনে ১০টি ঘর পুড়ে ছাই
ঢাকা: গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেরাইদেরচালা গ্রামের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতবাড়িতে ১০টি ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, মিজানুর রহমানের ভাড়া বাসার একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে সেটি ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিয়ারাজ জানান, এ খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নিউজজি/এসএম