শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

দেশ

মুন্সিগঞ্জে ২০০ বছরের তেঁতুল গাছ রক্ষার দাবি এলাকাবাসীর

মাহবুব আলম জয়, মুন্সিগঞ্জ ৬ মে, ২০২১, ১০:১০:৩৫

719
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ মানুষের পরম বন্ধু। সবুজ বনায়ন ক্ষতিগ্রস্ত হলে পরিবেশের ওপর নেমে আসে বিপর্যয়। মুন্সিগঞ্জে অনেক পুরাতন গাছ রয়েছে। এর মধ্যে সদর উপজেলার রামপালের তেঁতুল গাছ অন্যতম।

লোকমুখে জানা যায়, এই তেঁতুল গাছ প্রায় ২০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী একটি গাছ। এক সময়ের কালিদাস নদীতে এই তেঁতুল গাছ নিজ যৌলুস নিয়ে দাঁড়িয়ে থাকলেও বর্তমানে গাছটি ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে।

জনশ্রুতিতে জানা যায়, এখানে কালিদাস নদী থাকাকালে একটি লবনের জাহাজ ডুবে যায়। তাই তেঁতুল গাছের মাটি লবনাক্ত বিধায় অনেকে এখান থেকে কৌতূহল বশত মাটি নেন। সময় বিবর্তনে গোঁড়ার মাটি কমতে কমতে গাছটি রয়েছে ঝুঁকিতে। শেকড় উপরে যেকোনো সময় পরে যাওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে ২০০ বছরের গাছটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংগঠক ও শিক্ষক মো. শহিদুল্লাহ মানিক বলেন, এটি অনেক পুরাতন গাছ। লোকমুখে শুনেছি এই গাছের বয়স প্রায় ২০০ বছর হবে। ঐতিহ্য ধরে রাখতে সরকারি বা বেসরকারি ভাবে গাছটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন