শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

দেশ
  >
জাতীয়

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন, সন্দেহভাজন একজন শনাক্ত

নিউজজি প্রতিবেদক ২০ অক্টোবর , ২০২১, ২১:৫০:৪২

300
  • কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন, সন্দেহভাজন একজন শনাক্ত

ঢাকা: কুমিল্লা সদর থানার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। বুধবার (২০শে অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ওই যুবকই কোরআন রেখে গদা নিয়ে ফিরে আসছে। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে’।

এদিকে, প্রাথমিকভাবে জানা গেছে কোরআন শরীফ রাখা ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। পুলিশ জানিয়েছে ওই যুবক মোবাইল ব্যবহার না করার কারণে তাকে ট্র্যাক করা যাচ্ছিল না। এখন পর্যন্ত তিনি ঘন ঘন স্থান পরিবর্তন করছেন। তাকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন